হরে কৃষ্ণ কেমন আছেন আমার প্রিয় সনাতনী দাদা দিদিরা ? আশা করি পরম দয়াল ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন।  আমিও পরম দয়াল ঠাকুরের কৃপায় ভালোই আছি ।  আজকে আমরা প্রণাম বিধি নিয়ম কিরূপ এবং তা কোন শাস্ত্রে রয়েছে? তা জেনে নিব।  চলুন জেনে নেওয়া যাক।
 


 

প্রশ্নঃ প্রণাম বিধি নিয়ম কিরূপ এবং তা কোন শাস্ত্রে রয়েছে?


উত্তরঃ দুই ধরনের প্রণাম করার বিধি রয়েছে—

১। সাষ্টাঙ্গ ও ২। পঞ্চাঙ্গ প্রণাম।

বাহুযুগল, চরণযুগল, জানুযুগল, বক্ষ, শিরােদেশ, দৃষ্টি, মন ও বুদ্ধি— এই অষ্ট অঙ্গ সমন্বিত দণ্ডবৎ প্রণামকে সাষ্টাঙ্গ প্রণাম বলা হয়।

জানুযুগল, বাহুযুগল, শিরােদেশ, বচন ও বুদ্ধি এই পঞ্চ অঙ্গ সমন্বিত হাঁটু গেড়ে ভূমিতে মাথা লগ্ন করে প্রণামকে পঞ্চাঙ্গ প্রণাম বলা হয়।

দ্বিতীয়তঃ, প্রণামের ভাবধারা এইরকম থাকে যে, ভগবানের পাদপদ্মযুগলে মাথা রেখে, ডান হাতে ভগবানের ডান চরণ ও বামহাতে ভগবানের বামচরণ ধারণ করে প্রার্থনা করতে হবে “হে প্রভু! মৃত্যুরূপ সাগর থেকে ভীত ও শরণাগত আমাকে রক্ষা করুন।”
প্ৰপন্নং পাহি মামীশ ভীতং মৃত্যুগ্রহার্ণবাৎ।
                                                (ভাগবত ১১/২৭/৪৬)

তৃতীয়তঃ, ভগবদ্ বিগ্রহের সম্মুখে, পেছনে, বিগ্রহের বামদিকে, খুব কাছে, গর্ভমন্দিরে প্রণতি নিবেদন করা উচিত নয়।
      অগ্রে পৃষ্ঠে বামভাগে সমীপে গর্ভমন্দিরে।
      জপ হােম নমস্কারান্ন কুর্যাৎ কেশবালয়ে॥
জপ বা হােম করতে করতে প্রণাম করা উচিত নয়। ভগবানের শ্রীপাদপদ্মের দক্ষিণপার্শ্বে, কিঞ্চিৎ দূরে প্রণাম করতে হবে।
 মৎপাদয়াের্দক্ষিণপার্শ্বে কিঞ্চিদ্দূরে শিরঃকৃত্বা বন্দেত।
                                                    (বিশ্বনাথ চক্রবর্তী)

চতুর্থতঃ, প্রণাম নিবেদন কালে শ্রীভগবানের সম্মুখ দিকে অবস্থিত গরুড়দেবকে প্রণামকারীর দক্ষিণদিকে রেখে বামদিকে প্রণাম করতে হয়। ভগবানের অতি কাছে প্রণাম করতে নেই।
       গরুড়ং ভগবদ্ অভিমুখে বর্তমানং দক্ষিণে
       কৃত্বেতি ভগবত পুরােভাগে পৃষ্ঠদেশে
       বামেহত্যন্তনিকটে চ প্রণাম নিষেধাৎ॥
                                                   (আগম শাস্ত্র)



পঞ্চমতঃ, কমপক্ষে তিনবার প্রণাম কর্তব্য। বেশী করলে ক্ষতি নেই। এই সমস্ত প্রণামবিধি গৌরপার্ষদ শ্রীল গোপাল ভট্ট গোস্বামী রচিত ‘শ্রীশ্রীহরিভক্তিবিলাস' গ্রন্থে অষ্টম বিলাসে ১৬১-১৬৩ শ্লোকে উল্লেখ রয়েছে।

জয় শ্রী কৃষ্ণ।।



আমাদের পোস্ট গুলো যদি আপনাদের ভালো লাগে বা আপনার উপকারে আসে তাহলে কমেন্ট এন্ড শেয়ার করুন|

Post a Comment

أحدث أقدم