বাঙালির আরেকটি শ্রেষ্ঠ পূজা হলো কালীপূজা। কালী পুজা সময়ঃ শক্তি আরাধনার আর এক দেবী হল মা চণ্ডী। দুর্গা পুজো ও লক্ষ্মী পুজোর পরেই সময় শক্তি সাধনার, অর্থাৎ কালী পুজো বা শ্যামা পুজোর| মা কালীর অনেক নাম- কেউ মা কালীকে চণ্ডী বলে, কেউ বলে শ্যামা। মা কালী পুজো সাধারণত অমাবস্যা তিথিতে সম্পন্ন করা হয়| বাংলায় গৃহে বা মন্দিরে প্রতিষ্ঠিত কালীপ্রতিমার নিত্যপূজা হয়ে থাকে। কালী পুজা আলোর পুজা বলে ও আমরা জানি। এই দিন আলোকসজ্জা ও আতসবাজির উৎসবের মধ্য দিয়ে সারা রাত্রিব্যাপী কালীপূজা অনুষ্ঠিত হয়। এবারে মা কালী পুজা হবে  ১২নভেম্বর , ২০২৩ রবিবার। তাই আজকে আমরা জেনে নিবো মা কালী পূজার মন্ত্র। 

কালী পূজা কি এবং কেন?

কালী পূজা মানেই আলোর উৎসব। দেবী কালীকে মা শ্যামা নামেও ডাকা হয়। বাঙ্গালী অবাঙ্গালি সকল হিন্দুরাই এই উৎসব পালন করেন। বাংলায় গৃহে বা মন্দিরে প্রতিষ্ঠিত করে কালীপ্রতিমার নিত্যপূজা হয়ে থাকে। প্রতেক বছর কার্ত্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত কালীপূজা বিশেষ জনপ্রিয়। এই কার্ত্তিক মাসের কালী পুজাকে দীপান্বিতা কালীপূজা ও বলা হয়। এই দিন আলোকসজ্জা ও আতসবাজির উৎসবের মধ্য দিয়ে সারা রাত্রিব্যাপী কালীপূজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, দীপান্বিতা কালীপূজার দিনটিতে ভারতের অন্যান্য জায়গায় দীপাবলি উৎসব পালিত হয়। এছাড়া মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী এবং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে ফলহারিণী কালীপূজাও যথেষ্ট জনপ্রিয়। 

 


মা কালী পূজার মন্ত্র

 আচমন মন্ত্র


ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু।
ওঁ তদবিষ্ণুঃ পরমং পদম্।
সদা পশ্যন্তি সুরয়ঃ, দিবীব চক্ষুরাততম।
ওঁ অপবিত্র‌‌ পবিত্র বা সব্বাবস্তাং গতোহপি বা।
যঃ স্মরেৎ পুন্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরঃ শুচি।
ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু
কালী পূজার গায়ত্রী মন্ত্র

ওঁ কালিকায়ৈ বিদ্মহে শশ্মানবাসিন্যৈ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ …(১০ বার জপ করুন)


জপের মন্ত্র


ক্রীং ক্রীং ক্রীং হুং হুং হ্রীং হ্রীং দক্ষিণ কালিকে ক্রীং ক্রীং ক্রীং হুং হুং হুং স্বাহা

প্রণাম মন্ত্র

জয়ন্তী মঙ্গলা কালীভদ্রা কালী
কপালিনীদূগা শিবা সমাধ্যাতীসাহা
সুধা নমস্তুতে।

ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে
নিবেদয়ামি চাত্মানংত্বং গতিঃ পরমেশ্বরঃ

ওঁ কালি কালি মহাকালি কালিকে
পাপহারিনি দেবী নারায়ণী নমস্তুতে
মহিষাঘ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী
আয়ুরোগয় বিজয়ং দেহি দেবী নমস্তুতে
এষ পুস্পাঞ্জলিঃ শ্রীমদ্দদক্ষিণকালিকায়ৈ নমঃ

ধ্যান মন্ত্র

ওঁ শবারুঢ়াং মহাভীমাং ঘোরদংস্ট্রাং বরপ্রদাম্।
হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপালকর্ত্তৃকাকরাম্।।
মুক্তকেশীং লোলজিহ্বাং পিবন্তীং রুধিরং মুহু।
চতুর্ব্বাহু যুতাং দেবীং বরাভয়করাং স্মরেৎ।।

পুষ্পাঞ্জলি মন্ত্র

নমঃ ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু।
(মন্ত্রে  আচমন করে করজোড়ে পাঠ করিবেন)

যথা‌:-
(নমঃ) ওঁ অপবিত্র‌‌ পবিত্র বা সব্বাবস্তাং গতোহপি বা।
যঃ স্মরেৎ পুন্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরঃ শুচি।
ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু

তারপর পুষ্প নিয়ে বলবেন –

ওঁ কালি কালি মহাকালি কালিকে পাপহারিনি।
ধর্ম্মকামপ্রদে দেখি নারায়ণী নমোহস্তুতে।
মহিষাঘ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী।
আয়ুরোগয় বিজয়ং দেহি দেবী নমস্তুতে।
এষ পুস্পাঞ্জলিঃ শ্রীমদ্দদক্ষিণকালিকায়ৈ নমঃ। (১)

ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
উমে ব্রক্ষাণি কৌমারী বিশ্বরূপে প্রসীদ
মেভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ
কামদে কালকৃৎ কৌশিকী ত্বং হি
কাত্যায়নী নমোহস্তুতে
এষঃ পুষ্পাঞ্জলিঃ শ্রীদক্ষিনাকালিকায়ৈ নমঃ(২)

ওঁ প্রচন্ডে পুত্রদে নিত্য সুপ্রীতে
সুরনায়িকে কুলদ্যোতকরে চোগ্রে
জয়ং দেহি নমোহস্তুতে সৃষ্টিস্থিতি
বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুনাশ্রয়ে
গুনময়ে নারায়ণী নমোহস্তুতে
এষঃ পুষ্পাঞ্জলিঃ শ্রীদক্ষিনাকালিকায়ৈ নমঃ (৩)

তারপর প্রণাম মন্ত্র পাঠ পূর্বক প্রণাম করবেন
যথা:-

ওঁ কালি কালি মহাকালি কালিকে পাপহারিনি।
ধর্ম্মকামপ্রদে দেখি নারায়ণী নমোহস্তুতে।।
অতঃপর দক্ষিণান্ত কর্ম্ম করিবেন। 

 
আমাদের পোস্ট গুলো যদি আপনাদের ভালো লাগে বা আপনার উপকারে আসে তাহলে কমেন্ট এন্ড শেয়ার করুন| 


Post a Comment

নবীনতর পূর্বতন